help@cyber-teens.com
+880 1611 860 999

সাইবার টিনস সম্পর্কে

Frequently Asked Questions

সাইবার টিনস কি ?

সাইবার টিনস একটি সেবা যেটার মাধ্যমে কিশোর-কিশোরী জানতে পারবে কিভাবে তারা ইন্টারনেট জগতে নিরাপদ থাকতে পারে এবং যদি কখনো তারা ইন্টারনেট জগতে নিপীড়নের শিকার হয় তাহলে তারা আমাদের এই ওয়েবসাইট/অ্যাপ এর  মাধ্যমে অভিযোগ করে পরামর্শ এবং সমাধান নিতে পারবে । 

অভিযোগ করতে গেলে কি করতে হবে ?

যেভাবে তুমি সাইবার বুলিংএর শিকার হয়েছে তার উপযুক্ত প্রমান ( স্কিনশর্ট , ওয়েব লিংক ) সহ বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে/অ্যাপে সাবমিট করলেই অভিযোগ করা হয়ে যাবে ।  এরপর আমরা তোমার সাথে যোগাযোগ করবো ।

আমি অভিযোগ করলে কি আমার পরিবার কে জানানো হবে ?

সাধারণত আমরা তোমার সম্মতি ছাড়া তোমার অভিযোগের বিষয়টি কাওকে জানবো না । তবে যদি পরিস্থতি মারাত্মক  হয় তাহলে আমরা তোমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারি ।

আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ

আমাদের টিম

  • এসএমএস পাঠিয়ে বা কেউ অনলাইনে বিরক্ত করলে স্ক্রিনশট রেখে দিন।
  • যে কাউকে অনলাইন ফ্রেন্ড বানানো থেকে বিরত থাকুন ও পোস্টের প্রাইভেসি ‘ফ্রেন্ডস অনলি’ রাখুন।
  • কেউ ফোনে বিরক্ত করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারকে জানিয়ে দিন।
toggle