মোবাইল ফোন থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস । জেনেনিন ফোন জিবানু মুক্ত করার সহজ উপায়
সারা বিশ্বের করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারি আকারে ধারন করেছে । চিন থেকে এখন ছড়িয়ে পড়েছে ১৮৩টি দেশে। একমাত্র সচেতনতা পারবে এই মহামারি প্রতিরোধ করতে । আমি আপনি প্রতিদিন সব থেকে বেশী বার স্পর্শ করি মোবাইল ফোন । সেজন্যই বিশ্ব চিকিৎসকগণ মোবাইল ফোন পরিষ্কারের দিকে খেলায় করতে বলেছেন । মোবাইল ফোন থেকে করোনা ভাইরাস ছড়ায় না তবে , করোনা ঠেকাতে মোবাইল পরিস্কারের একটা ভূমিকা রয়েছে বলেই দাবী WHO ( World Health Organization )
করোনা ভাইরাসের সংস্পর্শে থাকা কোনও ব্যক্তির মোবাইল ফোনেও করোনা ভাইরাস এতে কোনও সন্দেহ নেই। গবেষকরা এটাও জানিয়েছে যে যেকোনও রকম ধাতু, কাচ, প্লাস্টিকে করোনা ভাইরাস ৯ দিন পর্যন্ত থাকতে পারে। তাই মাস্ক পরা, বারবার হাত ধোয়ার পাশাপাশি মোবাইল পরিষ্কারে রাখুন।
চলুন এবার আমরা সহজ উপায় গুলো জেনে নেই ।
যা যা লাগবে ।
১. পরিষ্কার দুটো নরম মসৃণ কাপড়
মোবাইল ফোন পরিষ্কার করার জন্য নরম কাপড় ব্যবহার করতে পারলেই বেশী ভালো হয় । তবে টিস্যু বা তোয়ালে ব্যবহার না করাই ভালো এতে করে জীবাণু ছড়ায় ।
২. স্কিন ক্লিনার / গ্লাস ক্লিনার / ক্ষারমুক্ত সাবান
বাজারে মোবাইল/ ল্যাপটপ এর ডিসপ্লে পরিষ্কার করার জন্য এলইডি স্কিন ক্লিনার পাওয়া যায় । যদি আপনার কাছে থাকে তাহলে ভালো না হলে এখন বাজারে গিয়ে কেনার দরকার নেই আর আপনার কাছে যদি গ্লাস ক্লিনার থাকে তাহলেও কাজ চলবে । এগুলো না থাকলে ক্ষারমুক্ত সাবান দিয়ে কাজ চালাতেই হবে ।
৩. হালকা গরম পানি
সাবাননের সঙ্গে একদম হালকা গরম পানি প্রয়োজন ।
১। প্রথমে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন।
২। এবার আপনার মোবাইল ফোনে যদি কোন চার্জার , হেড ফোন লাগানো থাকে তাহলে খুলে ফেলুন ।
৩। অবশ্যই মোবাইল বন্ধ করে নিন সম্ভব হলে ব্যাটারি খুলে রাখুন ও ব্যাক কভার খুলে ফেলুন ।
৪। এবার হালকা খারমুক্ত সাবানের সঙ্গে পানি মেশান ( আপনার আন্দাজ মতো নিতে পারেন) ।
৫। এবার পরিষ্কার দুটো নরম মসৃণ কাপড় দিয়ে সাবান মেশানো পানিতে মিশিয়ে নিন ও একটি ঝারা দিয়ে পানি গুলো ঝেরে ফেলুন ।
৬। এবার স্কিনটি মুছতে থাকুন ভেজা পাশটি মোছা হয়ে গেলে আর একটি শুকনা কাপড় দিয়ে মুছে নিন ।
৭। ব্যাক কভার টি নিজের মতো করে একই ভাবে প্রয়োজনে একটু বেশী গরম পানি ব্যবহার করে মুছে পরিষ্কার করে ফেলুন ।
৮। মাইক্রোফোন জ্যাক বা চারজার জ্যাকে ফু দিবেন কটনবাড দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন ।
৯। এবার ভালো করে হাত ধুয়ে এসে ফোন চালানো শুরু করুন UI লাইট ব্যবহার না করলেই করলেও চলবে কারণ এই লাইট অন্য অন্য জীবনু মেরে ফেলতে পারলেও করোনা ভাইরাস মারতে পারে না ।
( বিঃদ্রঃ কেও কল দিলে চেষ্টা করুন ব্লুতুথ হেয়ার ফোনে অথবা এমনি এয়ারফোনে কথা বলার । ফোন থেকে আপনার মুখ যতটা সম্ভব দূরে রাখুন)
জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন ।