নড়াইল সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত হলো ই সেফটি বিষয়ক কর্মশালা
আজ ১৫ ডিসেম্বর সাইবার টিনস এর স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম ই-সেফটি বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়। আলোচনা করা হয় সাইবার বুলিং , স্প্যামিং , হ্যাকিং, গুজব, অনলাইন সেফটি সহ আরও অনেক বিষয় নিয়ে । শিক্ষার্থীদের আগ্রহ ছিল খুবই চমৎকার এবং তারা খুবই উপভোগ করেছে আজকের এই ছোট কর্মশালাটি । শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ আমাদের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন । আপনারা সকলে এইভাবে আমাদের সাপোর্ট করে গেলে সাইবার টিনস পৌঁছে যাবে সারা দেশে ।
কৃতজ্ঞতা ,
নড়াইল সরকারি মহিলা কলেজ ।

