সাইবার টিনস এ অভিযোগ করার ১২ ঘণ্টার মধ্যে সাইবার অপরাধী গ্রেফতার

গতকাল রাতে অভিযোগ পাওয়ার পর পরই আজ দুপুরে সফল অভিযান শেষে আরিফুজ্জামান সজল নামে একজন চিত্র শিল্পীকে সাইবার অপরা্ধের দায়ে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশ( DB )। ভুক্তভুগি নড়াইলের কলেজ পড়ুয়া একটি কিশোরী। যাকে এই সজল নামের ব্যক্তি ফেসবুকে বিভিন্ন ভাবে হয়রানী এবং হুমকি দিয়ে আসছে । নড়াইল ভলান্টিয়ার্সের উদ্যোগে প্রতিষ্ঠিত “সাইবার টিনসের ওয়েব সাইটে” ভুক্তভুগি কিশোরী গতকাল রাতে অভিযোগ করে । সাথে সাথেই আমরা নড়াইল জেলা পুলিশ সুপার মহোদয় কে ফরওয়ার্ড করি । নড়াইলের গোয়েন্দা শাখার চৌকস টিম এবং সাইবার টিনসের সদস্যদের যৌথ অভিযানে যশোরে গিয়ে সজলকে আটক করে নড়াইলে নিয়ে আসে ।

অপরাধীকে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
নড়াইলের একটি কিশোর ও কিশোরী যদি ইন্টারনেটে কোন হয়রানীর শিকার হয় নড়াইল জেলা পুলিশ এবং সাইবার টিনস সবসময় পাশে থাকবে ।

সাইবার টিনস এর পাশে থাকবেন।