ফেসবুকে নিরাপদ থাকা – হ্যাকিং থেকে বাঁচার উপায়!
আমরা প্রায়ই ফেসবুক হ্যাক হবার ঘটনা শুনতে পাই। আসলে ফেসবুক হ্যাক হয়না এবং হ্যাক হবার সম্ভাবনা খুবই খুবই কম। ফেসবুক হ্যাক নিয়ে আমাদের মনে অনেক ভুল ধারণা রয়েছে। আমরা এমন ভাবি যে, তথ্য প্রযুক্তিতে দক্ষ কেউ ফেসবুক এ যেকোন কারোর আইডি হ্যাক করতে পারে। আসলে কারো এটা করতে হলে তাকে ফেসবুক এর সার্ভার এ একসেস নিতে হবে। আর সেটা প্রায় অসম্ভব।
তাহলে আমরা যে ফেসবুক হ্যাক এর কথা শুনি সেগুলো কি ভুয়া?না, ভুয়া না। ফেসবুক আসলে হ্যাক হয় মানুষের বোকামি ও অসাবধানতা কে কাজে লাগিয়ে। ফেসবুক নানাভাবে হ্যাক হয়। এর মধ্যে প্রধান দুটি মাধম হলো “ফিশিং” ও “রিকভারি”আজকে আমরা ফিশিং নিয়ে কথা বলব।
ফিশিং কি?
ফিশিং এর মাধ্যমে হ্যাকার আপনাকে কোন কিছু বলে একটা লিংক সেন্ড করে বা অন্য কোনভাবে একটা লগইনইনইন পেজে নিবে যেটা দেখতে হুবহু ফেসবুক এর মত হবে। তুমি যখনই ফেসবুক ভেবে লগইন করবে তখনই তোমার আইডি পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারের কাছে।
ফিশিং থেকে বেচেঁ থাকার কৌশল :
১ :অজানা কারো দেয়া কোন লিঙ্কে প্রবেশ না করা কিংবা অজানা কারো পাঠানো কোন সফটওয়্যার ইনস্টল না করা।
২: লগইন করার সময় সবসময় লিংক চেক করা। তুমি লক্ষ্য করলে খুব সহজেই আসল এবং নকল লিংক আলাদা করতে পারবে।
ফেসবুকের লিংক গুলো হলো :
www.facebook.com
m.facebook.com
web.facebook.com
free.facebook.com
mbasic.facebook.com
আর ফিশিং লিংক গুলো এমন হবে :
apps.facebook.com/id?=13322
fac3b00k.com
facehdjs.com
এছাড়া অন্য যেকোন লিংক..
৩: একবার ভুল পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারো। কারন আসল ফেসবুক না হলে কখনোই তোমার পাসওয়ার্ড ভুল না সঠিক সেটা ধরতে পারবেনা।
এসব কৌশল অবলম্বন করে তুমি খুব সহজেই ফিশিং থেকে বেচে থাকতে পারবে।