ফেসবুকে নিরাপদ থাকা – ১

Sharing is caring!

আমরা প্রায় সকলেই ফেসবুক চালাই। আমরা কেউ ফেসবুক বুঝে ব্যবহার করি আবার কেউ না বুঝে ব্যবহার করি। যার জন্য আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাই। যা থেকে বাঁচতে আমাদের ফেসবুক এর সঠিক ব্যবহার জানা প্রয়োজন। এতে প্রথমেই যে বিষয়টি চলে আসে তা হলো ফেসবুক সিকিউরিটি এবং গোপনীয়তা। বিভিন্ন বিপদ থেকে বাঁচতে ফেসবুক আইডির সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। নিচের ব্যবস্থাগুলো নিলে খুব সহজেই তুমি তোমার ফেসবুক আইডিটি সিকিওর করতে পারবে।

 

১ : মোবাইল নাম্বার এর গোপনীয়তা : আমরা অনেকেই চাই না যে অপরিচিত কেউ আমাদের মোবাইলবাইল নাম্বার জানুক। তাই ফেইসবুকে তোমার মোবাইল নাম্বার টি হাইড করে রাখতে পার।

যেভাবে করবে :

  • প্রথমে about এ যাবে।

  • তারপর মোবাইল নাম্বার এডিট এ ক্লিক করবে।

  • মোবাইল নাম্বার এর পাশেই তালার মত বাটন পাবে। সেখানে ক্লিক করে “Only me” করে কনফার্ম করবে।

২ : জন্মসাল এর গোপনীয়তা : জন্মসাল গোপন না রাখলে অনেক খারাপ ব্যক্তি জন্মসাল ব্যবহার করে তোমার নামে ফেইক ডকুমেন্ট বানিয়ে তোমার আইডি হ্যাক করতে পারে। তাই জন্মসাল হাইড করে রাখা উচিত।

যেভাবে করবে :

  • Edit About এ যাবে।

  • তারপর Basic Info সেকশন এ বার্থডে তে ক্লিক করে জন্মসালটি অনলি মি করে দিবে।

৩: ২ স্টেপ ভেরিফিকেশন : তোমার আইডি ইন্টারনেটের খারাপ মানুষদের থেকে নিরাপদ রাখতে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না থাকলে বিভিন্নভাবে আইডি তে ঢুকে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কেউ। এটা ইন্টারনেটে তোমার জন্য ঢাল হিসেবে কাজ করবে।

যেভাবে করবে :

  • সেটিংস এ যাবে।

  • সিকিউরিটি এন্ড লগইন এ যাবে।

  • তারপর 2 Step verification এ ক্লিক করবে।

 

  • সেখানে তোমার নাম্বার এড করবে। তোমার নাম্বার এ একটা কোড যাবে যেটা দিয়ে কনফার্ম করবে।

আর একটা কথা, কখনোই না বুঝে তোমার মোবাইল এ আসা কোড কাউকে দিবেনা

উপরের কাজগুলো ঠিকমতো করতে পারলে আশা করা যায় যে তোমার আইডি মোটামুটি নিরাপদ থাকবে।